বিচার এড়াতে পালিয়ে লেবাননে নিশানপ্রধান
আর্থিক অসদাচরণের অভিযোগে জাপানে বিচারের মুখে থাকা গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান নিশানের সাবেক প্রধান কার্লোস গোয়েন দেশ ছেড়ে লেবাননে পালিয়েছেন। পরে এক বিবৃতিতে গোয়েন বলেছেন, তিনি বিচার থেকে পালাননি, পালিয়েছেন ‘অবিচার ও রাজনৈতিক নিপীড়নের’ হাত থেকে বাঁচতে।
২০১৮ সালে গ্রেপ্তার হওয়া গোয়েন জামিনে ছিলেন। তিনি কী করে দেশ ছেড়ে পালালেন, তা স্পষ্ট নয়। জামিনের শর্তে আইনজীবীর কাছে পাসপোর্ট জমা দিয়ে আদালতের অনুমতি সাপেক্ষে তার দেশ ছাড়ার কথা। তার বাড়ি, ফোন ও কম্পিউটারে নজরদারি করতেও বলা হয়েছিল। গোয়েন তার বিরুদ্ধে আর্থিক অসদাচারণের অভিযোগ অস্বীকার করে কোনো ধরনের অন্যায় করেননি বলে দাবি করেছেন।
মঙ্গলবার বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে গোয়েনের লেবাননে পালিয়ে যাওয়ার কথা প্রচার হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই নিশানের সাবেক প্রধান নির্বাহী নিজেই এক বিবৃতিতে তার দেশ ছাড়ার কথা নিশ্চিত করেন।