ইরাকে ২ দিনে ২৩ অপরাধীর ফাঁসি কার্যকর
যুদ্ধবিধ্বস্ত, হামলার পর হামলায় বিপর্যস্ত ও রক্তাক্ত ইরাকে গত সেপ্টেম্বর মাসের ২ দিনে ২৩ কয়েদির ফাঁসি কার্যকর করা হয়েছে। ২২ ও ২৬শে সেপ্টেম্বর ফাঁসির রায়সমূহ কার্যকর হয় বলে জানা গেছে। অপরাধীদের অধিকাংশই সন্ত্রাসী কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছিল। ইরাকের বিচার মন্ত্রণালয় এ তথ্য দিয়েছে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি।
ফাঁসি কার্যকর করা ওই ২৩ কয়েদির মধ্যে ২০ জনই শীর্ষ জঙ্গি সংগঠন আল-কায়েদার সদস্য কিংবা সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। বাকি ৩ জন কি ধরনের অপরাধে দোষী সাব্যস্ত হয়েছিলেন, সে সম্পর্কে সুনির্দিষ্ট কোন তথ্য দেয়া হয়নি মন্ত্রণালয়ের বিবৃতিতে। ফাঁসি কার্যকর হওয়া ওই ২৩ জন সহ ইরাকে এ বছর কমপক্ষে ৯০ জনের ফাঁসি কার্যকর করা হয়েছে। ইরাকে সাধারণত গলায় দড়ি পরিয়ে ফাঁসির রায় কার্যকর করা হয়। ইউরোপীয় ইউনিয়ন, জাতিসংঘ ও মানবাধিকার সংগঠনসমূহ ইরাকে মৃত্যুদণ্ডের অস্বাভাবিক হার নিয়ে বরাবরই গভীর উদ্বেগ প্রকাশ করে আসছে। কিন্তু, তাতে ইরাক কখনোই ভ্রক্ষেপ করেনি।