মার্কিন ঔপন্যাসিক টম ক্লান্সির মৃত্যু
বিখ্যাত মার্কিন ঔপন্যাসিক টম ক্লান্সি বুধবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৬ বছর। বেশকিছু বেস্ট সেলার থ্রিলার উপন্যাস উপহার দিয়েছেন টম। জ্যাক রায়ান সিরিজের জন্য খ্যাতি পেয়েছিলেন টম ক্ল্যান্সি। রায়ান সিরিজের উপর ভিত্তি করে বেশকিছু হলিউড চলচ্চিত্রও নির্মিত হয়েছে। সেগুলোর মধ্যে রয়েছে দ্য হান্ট ফর রেড অক্টোবর, প্যাট্রিয়ট গেমস এবং ক্লিয়ার এন্ড প্রেজেন্ট ডেঞ্জার। বাল্টিমোরের এক হাসপাতালে দেহাবসান ঘটে এই সাবেক বিমা কর্মকর্তার। ম্যারিল্যান্ডে তার বাড়ি ছিল। টম ক্ল্যান্সি তার প্রথম প্রকাশিত ‘দ্য হান্ট ফর রেড অক্টোবর’ উপন্যাস দিয়েই নিজের জাত চিনিয়েছিলেন। ৫০ লক্ষেরও বেশি কপি বিক্রি হয়েছিল ১৯৮৪ সালে প্রকাশিত এই বইয়ের। পরবর্তীতে ১৯৯০ সালে সফল চলচ্চিত্র নির্মাণ হয় ওই উপন্যাসের।