আরেকটি যুদ্ধের ভার বহনের সামর্থ্য বিশ্বের নেই
জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস গতকাল শুক্রবার বলেছেন, আরেকটি উপসাগরীয় যুদ্ধের ভার বহন করার মতো সামর্থ্য বিশ্বের নেই। মার্কিন হামলায় ইরানের শীর্ষ কমান্ডার জেনারেল কাসেম সোলেইমানি নিহত হওয়ার পর তিনি এমন মন্তব্য করেন।
গুতেরেসের মুখপাত্র এক বিবৃতিতে বলেন, ‘জাতিসংঘ মহাসচিব উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা প্রশমনের জোরালো আহ্বান জানিয়েছেন। এ মুহূর্তে সংশ্লিষ্ট নেতাদের অবশ্যই সর্বোচ্চ সংযত থাকতে হবে। কারণ বিশ্বের আবারও আরেকটি উপসাগরীয় যুদ্ধের ভার বহন করার সামর্থ্য নেই।’
যুক্তরাষ্ট্র গতকাল শুক্রবার জানায়, তারা ইরাকের রাজধানী বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা চালিয়ে ইরানের রেভল্যুশনারি গার্ডের অভিজাত বাহিনী কুদস ফোর্সের প্রধান জেনারেল কাসেম সোলেইমানিকে হত্যা করেছে।
এদিকে ইরানের শীর্ষ জেনারেলদের একজনকে হত্যা করার মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র এরই মধ্যে যুদ্ধ শুরু করে দিয়েছে বলে মন্তব্য করেছেন জাতিসংঘে নিযুক্ত ইরানের দূত মজিদ তাখত রাভানচি। ইরান এই হত্যাকাণ্ডের ‘নিষ্ঠুর বদলা’ নেবে বলেও প্রত্যয় ব্যক্ত করেন তিনি।