কাবাঘরের তালা পরিবর্তন
দীর্ঘ ৩০ বছর পর মক্কার পবিত্র কাবাঘরের মরিচা পড়া তালাটি পরিবর্তন করা হয়েছে। পবিত্র দুই মসজিদের জেনারেল প্রেসিডেন্সির কাবা কর্মকর্তারা বিষয়টি জানান। এর আগে নতুন তালাটি কাবাঘরের চাবি সংরক্ষক শেখ আবদুল কাদির আল শাইবীর কাছে হস্তান্তর করা হয়। এক বিবৃতিতে শেখ কাদির আল শাইবী বলেন, যথাযথ কর্তৃপক্ষের অনুরোধে পুরনো তালা পরিবর্তন করে নতুন তালা লাগানো হয়েছে। তিনি আরও বলেন, কাবাঘর পরিষ্কার, গিলাফ পরিবর্তন, চাবি পরিবর্তনসহ সব বিষয় রাজকীয় আদালতের মাধ্যমে জানানো হয়। পবিত্র দুই মসজিদের প্রধান আবদুল রহমান আল সুদাইস নতুন তালাটি পরিদর্শন করেছেন বলেও জানানো হয়।
জেনারেল প্রেসিডেন্সির মুখপাত্র আহমদ বিন মোহাম্মদ আল মানসুরী বলেন, রাজকীয় ফরমান অনুযায়ী মরিচা পড়া তালাটি পরীক্ষা-নিরীক্ষা করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ২০০৯ সালে কিং আবদুল আজিজ সিটি সাইন্স অ্যান্ড টেকনোলজিকে নির্দেশ দেয়া হয়েছিল। কাস্টের একটি সিনিয়র ও বিশেষজ্ঞ দল গবেষণা করে ১৮ ক্যারট স্বর্ণের একটি তালা লাগানোর ব্যবস্থা করে। আল মানসুরী আরও জানান, সংশ্লিষ্ট প্রতিষ্ঠান নতুন তালাটি রাজকীয় আদালতের বিধি মোতাবেক সরবরাহ করে।
জেনারেল প্রেসিডেন্সির মুখপাত্র আহমদ বিন মোহাম্মদ আল মানসুরী বলেন, রাজকীয় ফরমান অনুযায়ী মরিচা পড়া তালাটি পরীক্ষা-নিরীক্ষা করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ২০০৯ সালে কিং আবদুল আজিজ সিটি সাইন্স অ্যান্ড টেকনোলজিকে নির্দেশ দেয়া হয়েছিল। কাস্টের একটি সিনিয়র ও বিশেষজ্ঞ দল গবেষণা করে ১৮ ক্যারট স্বর্ণের একটি তালা লাগানোর ব্যবস্থা করে। আল মানসুরী আরও জানান, সংশ্লিষ্ট প্রতিষ্ঠান নতুন তালাটি রাজকীয় আদালতের বিধি মোতাবেক সরবরাহ করে।