মুনাফা বেড়েছে নেক্সট’র
ব্রিটেনের হাই স্ট্রিটের খুচরা বিক্রেতা ‘নেক্সট’ নিজেদের মুনাফা পূর্বাভাস বাড়িয়েছে। সদ্যসমাপ্ত বড়দিন উপলক্ষে প্রত্যাশার তুলনায় ভালো বিক্রি হওয়ায় এটি সম্ভব হয়েছে। এদিকে ২৭ অক্টোবর থেকে ২৮ ডিসেম্বরের মধ্যে কোম্পানিটির ফুল প্রাইস বিক্রি বেড়েছে ৫ দশমিক ২ শতাংশ, যা নিজেদের প্রত্যাশার তুলনায় ১ দশমিক ১ শতাংশ বেশি। অনুকূল আবহাওয়ার কারণে ব্যবসা ভালো হয়েছে বলে জানিয়েছে কোম্পানিটি।
বিক্রি ভালো হওয়ায় কোম্পানিটির বার্ষিক মুনাফা ৭২ কোটি ৭০ লাখ পাউন্ডে দাঁড়াতে পারে বলে আশা করা হচ্ছে, যা আগের পূর্বাভাসের তুলনায় ২০ লাখ পাউন্ড বেশি। তবে গত বছরের একই সময়ের তুলনায় কোম্পানিটির মুনাফা বাড়তে পারে দশমিক ৬ শতাংশ। অন্যদিকে চলতি অর্থবছরে কোম্পানিটির বিক্রি বাড়তে পারে ৩ দশমিক ৯ শতাংশ।
ব্রিটেনের খুচরা বিক্রেতাদের মধ্যে নেক্সটই সর্বপ্রথম বড়দিনের হিসাব প্রকাশ করেছে। এ মৌসুমে কোম্পানিটির বিক্রি বাড়ার পেছনে অনলাইন কার্যক্রম গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। গত তিন মাসে কোম্পানিটির অনলাইন বিক্রি বেড়েছে ১৫ দশমিক ৩ শতাংশ।