বাংলাদেশে গ্যালাক্সি নোট থ্রির যাত্রা শুরু

NoteIIIস্যামসাং ইলেকট্রনিক্স বাংলাদেশ ব্র্যাঞ্চ অফিস গ্রামীণফোনের সঙ্গে যৌথভাবে গত বুধবার আনুষ্ঠানিক উদ্বোধন করল অভিনব স্যামসাং গ্যালাক্সি নোট থ্রি। এই যৌথ উদ্যোগের আওতায় গ্রামীণফোন স্টার গ্রাহকরা এই ডিভাইসটি কিনে ৫০ হাজার টাকা সমমূল্যের একটি বিশেষ ভ্যালু প্যাক লাভ করেছেন। এই উদ্যোগটি অভাবনীয় সাড়া লাভ করেছে। আকর্ষণীয় নতুন ডিজাইন, আরও উন্নত ডিসপ্লে এবং সাবলীলভাবে কাজ করার উপায় নিয়ে স্যামসাং গ্যালাক্সি নোট থ্রি ব্যবহার অভিজ্ঞতাকে সমৃদ্ধ করে তুলবে। ৬৯ হাজার ৯০০ টাকা মূল্যের এই ডিভাইসটি পাওয়া যাবে ক্লাসিক হোয়াইট এবং জেট ব্ল্যাক এই দুটি রঙে। ফোনটিতে রয়েছে ৫.৭ ইঞ্চি এফএইচডি এসঅ্যামোলেড পর্দা, এয়ার কমান্ড, ম্যাগাজিন, স্ক্র্যাপবুকারস, উন্নততর এস নোট, এস ট্রান্সলেটর এবং ১৩ মেগাপিক্সেল ক্যামেরা। আর প্রথমবারের মতো এর সঙ্গে থাকছে গ্যালাক্সি গিয়ার। গ্যালাক্সি গিয়ার নিরবচ্ছিন্নভাবে গ্যালাক্সি নোট থ্রি-এর সঙ্গে যুক্ত থাকবে। এখন কল ধরা কিংবা মেসেজ পড়ার জন্য ফোন ধরে রাখার কোনো প্রয়োজনই নেই। এর সঙ্গে থাকছে কল অপশন, এস ভয়েস, স্মার্ট রিলে, মেমোগ্রাফার, ‘ফাইন্ড মাই ডিভাইস’, পেডোমিটারসহ আরও অনেক আকর্ষণীয় ফিচার। অক্টোবরের শেষে নির্বাচিত স্টোরে পাওয়া যাবে গ্যালাক্সি গিয়ার।
গ্রাহকদের জন্য স্যামসাং নিয়ে এসেছে ৩৫ হাজার টাকা সমমূল্যের বিশেষ ভ্যালু প্যাক যার মধ্যে রয়েছে ফ্রি ফ্লিপ কভার, পেইড অ্যাপ্লিকেশন ও সাবস্ক্রিপশন, নোট ফোর আপগ্রেড কুপন এবং ১২ মাসের সমান কিস্তিতে মূল্য পরিশোধের সুযোগ। বুধবার এক উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে বনানীর স্যামসাং স্মার্টফোন ক্যাফেতে গ্যালাক্সি নোট থ্রি উদ্বোধন করা হয় প্রি বুকিং করা গ্রাহকদের জন্য। -রেহানা রহমান রেনু

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button