নর্দার্ন আয়ারল্যান্ডের কুইন’স ইউনিভার্সিটির প্রথম নারী চ্যান্সেলর হলেন হিলারি
নর্দার্ন আয়ারল্যান্ডের প্রাচীনতম বিশ্ববিদ্যালয় কুইন’স ইউনিভার্সিটির চ্যান্সেলর হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টন। বিশ্ববিদ্যালয়টির ১৭২ বছরের ইতিহাসে এই প্রথম কোনো নারী চ্যান্সেলর নিয়োগ দেয়া হলো। চ্যান্সেলর হিসেবে তার মেয়াদ থাকবে পাঁচ বছর। তিনি ২০১৮ সালে বিশ্ববিদ্যালয়টি থেকে সম্মানসূচক ডিগ্রি পেয়েছিলেন। এ খবর দিয়েছে বিবিসি। খবরে বলা হয়, ক্লিন্টনের আগে কুইন’স ইউনিভার্সিটির সাবেক চ্যান্সেলর ছিলেন টম মোরান নামের এক ব্যবসায়ী। ২০১৮ সালের আগস্টে তিনি মৃত্যুবরণ করেন। ক্লিন্টনের মতো তিনিও একজন আমেরিকান ছিলেন। তার মৃত্যুর পর বিশ্ববিদ্যালয়ের বিশেষ এক কমিটি ক্লিন্টনকে চ্যান্সেলর হিসেবে নির্বাচিত করেছে। বেলফাস্টে অবস্থিত কুইন’স ইউনিভার্সিটির চ্যান্সেলরের পদটি মূলত আনুষ্ঠানিকতা মাত্র। পদটির কার্যনির্বাহী ক্ষমতা নেই। চ্যান্সেলর হিসেবে ক্লিন্টন বিশ্ববিদ্যালয়ের একজন দূত ও ভাইস-চ্যান্সেলরের (উপাচার্য) জন্য উপদেষ্টা হিসেবে কাজ করবেন। এ ছাড়া, বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানেও যোগ দেবেন তিনি। -বিবিসি