স্পেনে ৫০ লাখ মানুষ বেকার
স্পেনে আবারও ছড়িয়ে পড়েছে ভয়াবহ বেকারত্ব। সর্বশেষ হিসাব অনুযায়ী মন্দা আক্রান্ত দেশটিতে প্রায় ৫০ লাখ মানুষ বেকার হয়েছে বলে খবর বেরিয়েছে। হাফিংটন পোস্ট। স্পেনের শ্রম মন্ত্রণালয় বুধবার এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে। গত বছরের সেপ্টেম্বরে সাড়ে ২৫ হাজার মানুষ কর্মহীনের খাতায় নাম লেখায়। বর্তমানে দেশটির বেকারত্বের সঠিক সংখ্যা ৪০ লাখ ৭০ হাজার বলে উল্লেখ করা হয় প্রতিবেদনে। প্রতি চার মাস পর পর স্পেনের বেকারত্বের রিপোর্ট প্রকাশ করা হয়। বছরের তৃতীয় ভাগে এসে বেকারত্বের হার ২৫ শতাংশে দাঁড়িয়েছে। ইউরোজোনের চতুর্থ বৃহত্তম দেশটিতে গত ছয় মাস ধরে বেকারত্বের হার কমে এলেও সর্বশেষ এ হিসেবে তা আবারও বেড়ে গেল।