আমিরাতে ৫ বছরের পর্যটন ভিসার ঘোষণা
সংযুক্ত আরব আমিরাতে নতুন করে পাঁচ বছরের পর্যটন ভিসা চালুর ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ও উপ-রাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিন রাশেদ আল মাকতুম। সোমবার টুইট বার্তার মাধ্যমে নতুন করে পাঁচ বছরের পর্যটন ভিসা চালুর ঘোষণা দেন তিনি।
শেখ মোহাম্মদ এক টুইট বার্তায় বলেন, আজ আমরা এই দেশে পর্যটন ভিসা প্রদানের পদ্ধতিটি পরিবর্তন করেছি, সেজন্য পর্যটন ভিসার মেয়াদ পাঁচ বছরের এবং একাধিক ব্যবহারের জন্য এই ভিসা সকল জাতীয়তার জন্য করা উন্মুক্ত থাকবে।
তিনি আরও লেখেন, ‘আমাদের বার্ষিক পর্যটক সংখ্যা ২১ মিলিয়ন ছাড়িয়েছে। পর্যটন ভিসার নতুন ঘোষণার মাধ্যমে আমিরাত হবে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্রের অন্যতম একটি।’
اعتمدنا اليوم تغيير نظام التأشيرات السياحية في الدولة .. لتكون مدة تأشيرة السياحة خمسة أعوام متعددة الاستخدام .. لكافة الجنسيات .. نستقبل اكثر من ٢١ مليون سائح سنويا وهدفنا ترسيخ الدولة كوجهة سياحية عالمية رئيسية .. pic.twitter.com/C4s26JjUE5
— HH Sheikh Mohammed (@HHShkMohd) January 6, 2020