ব্রিটিশদের অন এরাইভেল ভিসা দেবে সৌদী আরব
যুক্তরাষ্ট্র ও ইইউ নাগরিকরাও এ সুবিধা পাবেন
সৌদী কমিশন ফর ট্যুরিজম এন্ড ন্যাশনাল হেরিটেজ (এসসিটিএইচ) ঘোষণা করেছে যে, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)-এর এন্ট্রি ভিসাধারী পর্যটকেরা ‘সৌদী ভিসা অন এরাইভেল’ এর মাধ্যমে সৌদী আরবে প্রবেশ করতে পারবেন। এসসিটিএইচ-এর একটি সূত্র জানিয়েছে যে, ট্যুরিস্ট ভিসা চালুর একটি অব্যাহত অগ্রগতি হচ্ছে এটা এবং দেশটি তার দরোজা উন্মুক্ত করছে বিশ্বের কাছে।
সূত্র আরো জানায় যে, যারা এসব দেশের একটি ট্যুরিস্ট ভিসা কিংবা ব্যবসা-বানিজ্য ভিসা পাবেন, তারা শুধুমাত্র আগমনের ভিত্তিতে ট্যুরিস্ট ভিসার মাধ্যমে সৌদী আরবে প্রবেশ করতে পারবেন। সৌদী আরব ভ্রমনকারীদের সৌদী আরবে প্রবেশের আগে অবশ্যই যুক্তরাষ্ট্র, ব্রিটেন কিংবা অন্য কোন সেনজেন দেশের ভিসা থাকতে হবে।
সূত্র জানায়, এসসিটিএইচ-এর পরিচালনা বোর্ডের চেয়ারম্যান আহমদ আল-খতিবের নেতৃত্বে একটি কমিটি রয়েছে, যা ভিজিটর ভিসার কাঠামো প্রয়োগের জন্য লক্ষ্যসমূহ ও মেকানিজম ব্যাখ্যাকরণের কাজ করছে।