বিশ্বে ৮৪ কোটি ২০ লাখ মানুষ ক্ষুধাপীড়িত
বিশ্বে চরম ক্ষুধাপীড়িত মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ৮৪ কোটি ২০ লাখে। উন্নয়নশীল দেশে সংখ্যাটা উদ্বেগজনক আর আফ্রিকায় ক্ষুধার্ত মানুষের হার সবচেয়ে বেশি। তবে আগের বছরের চেয়ে সংখ্যাটা কমেছে। বিশ্বে যেমন অর্থনৈতিক মন্দা বাড়ছে, তেমনি বাড়ছে খাদ্য দ্রব্যের দাম। এ কারণে বিশ্বজুড়ে বাড়ছে ক্ষুধাপীড়িত মানুষের সংখ্যা। মঙ্গলবার জাতিসংঘ প্রকাশিত রিপোর্টেও এই চিত্র উঠে এসেছে। বর্তমানে বিশ্বে চরম ক্ষুধাপীড়িত মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ৮৪ কোটি ২০ লাখে। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা এফএওর রিপোর্ট অনুযায়ী, ২০১০ থেকে ২০১২ পর্যন্ত যেখানে সংখ্যাটা ছিল ৮৬ কোটি ৮০ লাখ। সে তুলনায় ২০১১ থেকে ২০১৩ সালের জরিপে ক্ষুধাপীড়িত মানুষের সংখ্যা কমেছে। এফএওর এই প্রতিবেদনে আরও বলা হয়েছে যে, ৮৪ কোটি ২০ লাখের মধ্যে ৮২ কোটি ৬৬ লাখ মানুষের বাস অনুন্নত দেশগুলোতে।