ক্ষেপণাস্ত্র হামলায় যুক্তরাষ্ট্রের ৮০ সেনা নিহত, আহত ২০০: দাবি ইরানের
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি ইরাকের পশ্চিমাঞ্চলে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি ‘আইন আল-আসাদে’ ক্ষেপণাস্ত্র হামলায় ৮০ জন মার্কিন সেনা নিহত ও অন্তত ২০০ আহত হয়েছে। ইরানের সামরিক সূত্রের বরাত দিয়ে গণমাধ্যম এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়েছে, ইরানের নিক্ষিপ্ত একটি ক্ষেপণাস্ত্রও মোকাবেলা করতে পারে নি মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা। প্রতিটি ক্ষেপণাস্ত্রই মার্কিন ঘাঁটিতে আঘাত হেনেছে। ইরানের পাল্টা হামলায় মার্কিন ঘাঁটিতে অবস্থিত জঙ্গিবিমান, ড্রোন ও হেলিকপ্টারসহ সামরিক সরঞ্জামের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাওয়াদ জারিফ বলেছেন, জাতিসংঘ সনদ অনুযায়ী জেনারেল সোলাইমানিকে হত্যার প্রতিশোধ নেয়া হয়েছে। আইন আল আসাদ ঘাঁটি থেকেই ড্রোন উড়িয়ে জেনারেল সোলাইমানিকে হত্যা করা হয়েছে বলে তিনি জানান।
ব্রেকিং নিউজ:
ইরাকে মার্কিন বিমান ঘাটিতে ইরানের হামলা
BREAKING NEWS:
Iran has launched missiles on U.S. airbases in Iraq at al-Asad and Erbil. pic.twitter.com/Dgaz8naNLb— The Sunrise Today (@TheSunriseToday) January 8, 2020