ইতালি সমুদ্র উপকূলে নৌকাডুবিতে নিহত ৯৫
ইতালির ল্যাম্পেদুসা দ্বীপের কাছে নৌকাডুবিতে অন্তত ৯৫ জন নিহত হয়েছেন। এদের সবাই নৌকায় করে ইতালির উদ্দেশে যাত্রা করেছিলেন। এ পর্যন্ত ২৫০ জন নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। বৃহস্পতিবার সকালে এই দুর্ঘটনাটি ঘটে।
ইতালিয়ান কোস্টগার্ড সূত্র জানায়, ল্যাম্পেদুসা দ্বীপের কাছে নৌকাটি ডুবে যাওয়ার আগে এতে আগুন লেগে যায়। এ ঘটনায় উদ্ধারকারীরা সমুদ্র থেকে এ পর্যন্ত ৮০ জনের লাশ উদ্ধার করেছে।
খবরে বলা হয়, সমুদ্র উপকূলে উদ্ধারকাজ চালিয়ে নৌকার ১৬০ জনকে জীবন্ত উদ্ধার করা হয়েছে। উদ্ধারে কোস্টগার্ড, কাস্টম জাহাজ এবং হেলিকপ্টার ব্যবহার করা হচ্ছে। উল্লেখ্য, এর আগে গত সোমবার সিসিলি দ্বীপের কাছে ১৩ জন শরণার্থী সাঁতরে আসার চেষ্টা করলে এ মারা যাওয়ার ঘটনা ঘটে।