ইরাকে ব্রিটিশ সৈন্যদের কী অবস্থা?
ইরাকে অবস্থিত দুটি মার্কিন বিমান ঘাঁটিতে ১২টির বেশি ব্যালেস্টিক মিসাইল হামলা হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর। পেন্টাগন জানিয়েছে, ইরবিল ও আল-আসাদ বিমান ঘাটিতে মিসাইল হামলা হয়েছে। ইরান থেকেই মিসাইলগুলো নিক্ষেপ করা হয়েছে। ইরান যদিও আমেরিকান সৈন্যদের নিশানা করেছে, কিন্তু ইসলামিক স্টেটের বিরুদ্ধে যুদ্ধের অংশ হিসেবে ইরাকে অন্যান্য দেশের সেনা রয়েছে।
ইরানের মিসাইল হামলায় ব্রিটেনের কোন সৈন্য হতাহত হয়নি বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রনালয়। ব্রিটেনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, “আমাদের অগ্রাধিকার হচ্ছে ব্রিটিশ সৈন্যদের নিরাপত্তা নিশ্চিত করা মধ্যপ্রাচ্যে উত্তেজনার প্রেক্ষাপটে ব্রিটেন ইতোমধ্যে রয়্যাল নেভি এবং সামরিক হেলিকপ্টার প্রস্তুত রেখেছে।’’