টুইটারে সংযোজিত হলো মেসেজ সিঙ্ক অপশন

Twitজনপ্রিয় মাইক্রোব্লগিং ওয়েবসাইট টুইটারে এবার নতুন বৈশিষ্ট্য সংযোজিত হয়েছে। ব্যবহারকারীর স্বাচ্ছ্যন্দের কথা মাথায় রেখেই এ পরিবর্তন। টুইটার ব্যবহারকারীরা এখন তাদের স্মার্টফোন, ট্যাবলেট, আইপড বা আইপ্যাডসহ যে কোন ডিভাইসে টুইটারে পাঠানো মেসেজ সরাসরি সিঙ্ক করতে পারবেন। একই সঙ্গে এ ডিভাইসগুলোর বিভিন্ন অ্যাপ্লিকেশনও আপডেট করা হয়েছে। শুধু তাই নয়। অ্যান্ড্রয়েড ডিভাইস, আইফোন, আইপ্যাড বা মোবাইলের সার্চ অপশনটি আরও বেশি ইউজার-ফ্রেন্ডলি করেছে টুইটার। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএনআই। এদিকে বসে নেই ফেসবুকও। তাদের ওয়েবসাইটে নতুন বৈশিষ্ট্য হিসেবে সংযোজিত হয়েছে ‘গ্রাফ সার্চ’ অপশন। এর ফলে একজন ব্যবহারকারী তার সোশ্যাল সার্কেলের সঙ্গে সম্পর্কিত যে কোন বিষয় আরও সুনির্দিষ্টভাবে সার্চ করে খুঁজে পাবেন।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button