চালু হবে ইরান-আমেরিকা সরাসরি ফ্লাইট
ইসলামি প্রজাতন্ত্র ইরান এবং আমেরিকার মধ্যে বিমানের সরাসরি ফ্লাইট চালু একটি ইতিবাচক পদক্ষেপ। এ কথা বলেছেন ইরানের জাতীয় নিরাপত্তা এবং পররাষ্ট্রনীতির বিষয়ক সংসদীয় কমিটির মুখপাত্র সাইয়্যেদ হোসেইন নাকাভি হোসেইনি। তিনি বলেন, এ ধরনের ফ্লাইট চালু হলে ইরান ও আমেরিকার জনগণের মধ্যে যোগাযোগ আরো বাড়বে।
সাইেয়্যদ নাকাভি হোসেইনি বলেন, যেহেতু আমেরিকায় বিপুলসংখ্যক ইরানি নাগরিক বসবাস করে এবং তারা ইরান সফর করতে চায় সে কারণে এ ধরনের ফ্লাইট তাদেরকে সেই সুযোগ করে দেবে। এতে আমেরিকায় বসবাসকারী ইরানি নাগরিকরা লাভবান হবে এবং তারা ইরানে বসবাসকারী আত্মীয়-স্বজনের সঙ্গে দেখা সাক্ষাত করতে পারবেন সহজেই।
এর আগে, বিদেশ বিষয়ক ইরানের উঁচু পরিষদের ভারপ্রাপ্ত প্রধান আকবর তোরকান বলেছেন, প্রেসিডেন্ট ড. হাসান রুহানি ইরান-আমেরিকা সরাসরি ফ্লাইট চালুর সম্ভাবনা যাচাই করার নির্দেশ দিয়েছেন। এতে আমেরিকায় বসবাসরত ইরানি নাগরিকদের অনেক সমস্যা দূর হবে বলে রুহানি উল্লেখ করেছেন।
পররাষ্ট্রনীতির বিষয়ক সংসদীয় কমিটির মুখপাত্র সাইয়্যেদ হোসেইন নাকাভি হোসেইনি বলেন, এ ধরনের ফ্লাইট চালু হলে ইরান ও আমেরিকার জনগণের মধ্যে যোগাযোগ আরো বাড়বে।