ওমানের শাসক সুলতান কাবুসের ইন্তেকাল
ওমান আধুনিকায়নের রূপকার ও মধ্যপ্রাচ্যের দীর্ঘকালীন শাসক সুলতান কাবুস বিন সাঈদ মারা গেছেন। তার বয়স হয়েছিল ৭৯ বছর। ওমান নিউজ এজেন্সি তাদের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে শুক্রবার দিবাগত রাতে তার মৃত্যুর কথা জানিয়েছে। তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। রাষ্ট্রীয় বার্তাসংস্থাটি সুলতানের মৃত্যুতে শোক জানিয়ে বলছে, অস্থিতিশীল অঞ্চলে তার মধ্যস্থতায় ‘ভারসাম্য নীতি’ প্রতিষ্ঠিত হয়, যা বিশ্বে সম্মান অর্জন করেছিল। সুলতান কাবুস বিস সাঈদ মধ্যপ্রাচ্য ও আরব বিশ্বে সবচেয়ে দীর্ঘকালীন সময়ে শাসন করেছেন। তিনি ১৯৭০ এর দশকে অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করেন এবং চার দশকের বেশি সময় ধরে রাজ্য পরিচালনা করেন।
প্রতিপক্ষ দেশ ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে তিনি অত্যন্ত সতর্কতার সাথে ভারসাম্য বজায় রেখে চলতেন। তিনি ওমানকে সময়ের সাথে তাল মিলিয়ে আধুনিক করে গড়ে তুলেন। তার শাসনামলে ওমান একটি আকর্ষণীয় পর্যটন কেন্দ্রে পরিণত হয়। সুলতান কাবুস বিস সাঈদের মৃত্যুতে তিন দিনের শোক ঘোষণা করেছেন ওমানের রাজকীয় আদালত।