বাদশাহ ফয়সল পুরস্কার ঘোষণা

সৌদী আরবের রাজধানী রিয়াদে গত বুধবার ঘোষণা করা হয়েছে বাদশাহ ফয়সল পুরস্কার (কেএফপি)। এবার এই পুরস্কার লাভ করেছে অগ্যার্নাইজেশন অব ইসলামিক কোঅপারেশন সামিট কনফারেন্স (ওআইসি)-এর মক্কা ঘোষণা, যা পারস্পরিক সহাবস্থান ও শান্তির মূল্যবোধ প্রতিষ্ঠায় একটি ঐতিহাসিক গঠনতন্ত্র প্রণয়ন করে। এছাড়া পুরস্কৃতদের মধ্যে রয়েছেন আল কুদস ইউনিভার্সিটির সাবেক অধ্যাপক জর্ডানী নাগরিক ড: মোহাম্মদ হাশেম। ইসলামী শিক্ষা এবং জেরুসালেমের ইসলামী ঐতিহ্য বিষয়ে গবেষণা কর্মের জন্য তাকে এ পুরস্কার দেয়া হয়। এছাড়া পুরস্কৃত করা হয়েছে ইউনিভার্সিটি অব সিডনী’র অষ্ট্রেলীয় অধ্যাপক ড: মাইকেল কার্টারকে, অন্যান্য ভাষায় আরবী ভাষা শিক্ষা সংক্রান্ত গবেষণার জন্য। তাকে আরবী ভাষা ও সাহিত্য বিষয়ে এ পুরস্কার প্রদান করা হয়।

এছাড়া চিকিৎসা বিষয়ে পুরস্কার পেয়েছেন হার্ভার্ড ইউনিভার্সিটির মেডিসিন ফ্যাকাল্টির মার্কিন অধ্যাপক ড: স্টুয়ার্ট হল্যান্ড অরকিন হেমোগ্লোবিন সংক্রান্ত রোগ বিষয়ে তার গবেষণা কর্মের জন্য। পুরস্কার লাভ করেছেন চীনের বেইজিংয়ের ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োলজিক্যাল সায়েন্স-এর ড: ঝিয়াডং ওয়াং। তিনি বিজ্ঞান বিভাগে এ পুরস্কার লাভ করেন। তিনি মানবদেহে পূর্ণবয়স্ক কোষের কার্যক্রম ও মৃত্যুর বিষয় অনুধাবন এবং কোষের মৃত্যু প্রতিরোধে কার্যকর চিকিৎসা ও ওষুধের উন্নয়নে অবদানের জন্য এ পুরস্কার লাভ করেন।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button