‘সবুজায়ন চুক্তি’র রূপরেখা ইইউর

ক্রমবর্ধমান বৈশ্বিক উষ্ণতা ও বিরূপ জলবায়ু পরিবর্তন মোকাবেলায় ট্রিলিয়ন ইউরোর ‘সবুজায়ন চুক্তির’ রূপরেখা প্রণয়ন করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। গত মঙ্গলবার ফ্রান্সের স্ত্রাসবুরে ইইউর সংসদে ১ দশমিক ১০ লাখ কোটি ইউরো বিনিয়োগের এ রূপরেখা উপস্থাপন করেন ইউরোপিয়ান কমিশনের প্রধান উরসুলা ভন দার লেয়েন। এ সবুজায়ন চুক্তির লক্ষ্য হলো, ২০৫০ সালের মধ্যে পুরো ইইউ অঞ্চলকে কার্বন নিরপেক্ষ করে তোলা। আপাতত ১০ বছর মেয়াদি ট্রিলিয়ন ইউরোর এ বিনিয়োগের অর্থের উৎস হিসেবে ধরা হচ্ছে সরকারি ও বেসরকারি তহবিল। উচ্চাকাঙ্ক্ষী এ পরিকল্পনার মধ্য দিয়ে নতুন করে ঢেলে সাজানোর চেষ্টা করা হবে অর্থনীতি, যোগাযোগ ব্যবস্থা ও জ্বালানি খাতকে।
এ বিষয়ে মঙ্গলবার উরসুলা ভন দার লেয়েন বলেন, সবুজায়ন চুক্তির রূপরেখা বাস্তবায়ন হলে বেশকিছু ক্ষেত্রে প্রবৃদ্ধির সুযোগ ঘটবে। তবে একই সঙ্গে তিনি এও জানান, এক্ষেত্রে কোনো কারণে ব্যর্থ হলে পৃথিবীকে চরম মূল্য দিতে হতে পারে। তাই এ বিষয়ে এখনই পদক্ষেপ নেয়া ছাড়া উপায় নেই। আর জলবায়ু পরিবর্তন ও ঘনীভূত কার্বন ডাই-অক্সাইডজনিত দ্রুত বৈশ্বিক উষ্ণায়ন নিয়ে সাম্প্রতিক বৈজ্ঞানিক মূল্যায়নও তার এ বক্তব্যকে সমর্থন করছে।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button