মদীনার ‘মুভি মিউজিয়াম’ থ্রি-ডির মাধ্যমে ইতিহাস উপস্থাপন করছে

মদীনায় মসজিদে নববীর কাছে অবস্থিত ‘কিসসাত আল-মাকান’ অর্থাৎ ‘জায়গার ইতিহাস’ নামক মিউজিয়ামটি দর্শনার্থীদের কাছে মহানবী হযরত মুহাম্মদ (সাঃ)-এর জীবন এবং পবিত্র নগরীর ইতিহাস উপস্থাপন করছে থ্রি-ডি মুভির মাধ্যমে। দর্শনার্থীদের কাছে এক অনন্য সমৃদ্ধ সাংস্কৃতিক অভিজ্ঞতা।
মদীনা উন্নয়ন কর্তৃপক্ষের তত্ত্বাবধানে পরিচালিত এই মুভি মিউজিয়াম মহানবী (সাঃ) এর মদীনায় হিজরত এবং তার জীবনের সাথে সংশ্লিষ্ট পবিত্র ও ঐতিহাসিক স্থানসমূহের কাহিনী ভিত্তিক প্রতিবেদন উপস্থাপন করছে। মুভিগুলো আরবী, উর্দু, মালেয়শীয়, ইন্দোনেশীয়, তুর্কী, হিন্দি, ফরাসী ও ইংরেজী ভাষায় দেখানো হয়। মিউজিয়ামটি সকাল ৮টা থেকে দুপুর ১২টা এবং বিকেল ৪টা থেকে রাত ১২টা পর্যন্ত খোলা থাকে। টিকেট পাওয়া যায় www.qisatalmkan.com এই অনলাইন ঠিকানায়।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button