রোহিঙ্গা গণহত্যা প্রমাণিত, আইসিজের চার আদেশ
জাতিসংঘের সর্বোচ্চ আদালত ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস এর রায় ঘোষণা
মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার অভিযোগ প্রমাণিত বলে রায় ঘোষণা করেছে জাতিসংঘের সর্বোচ্চ আদালত ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস (আইসিজে)। আজ বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বিকেল ৩টায় নেদারল্যান্ডসের হেগে স্থাপিত আইসিজেতে রায় ঘোষণা করা হয়। একই সঙ্গে অন্তর্বর্তীকালীন চারটি আদেশ দিয়েছে আইসিজে।
মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার অভিযোগে গম্বিয়ার করা মামলার রায় ঘোষণা করেন আইসিজে প্রেসিডেন্ট আব্দুল কাওয়াই আহমেদ ইউসুফ। তিনি রোহিঙ্গাদের সুরক্ষা দেয়ার আদেশ দিয়ে বলেছেন, রোহিঙ্গা গণহত্যার দায় কোনোভাবেই মিয়ানমার এড়াতে পারে না। তাছাড়া গাম্বিয়ার করা মামলার শুনানিতে অসহযোগিতা করেছে মিয়ানমার। তারা গণহত্যার বিষয়টি সম্পর্কেও সঠিক তথ্য দেয়নি।
রোহিঙ্গা গণহত্যার রায়ে যে চারটি অন্তবর্তীকালীন আদেশ দেয়া হয়েছে সেগুলো হচ্ছে-
১. গণহত্যার অভিযোগ প্রমাণিত, ২. রোহিঙ্গাদের কোনো ধরনের নির্যাতন নয়, ৩. রোহিঙ্গা নির্যাতনের সব তথ্য সংরক্ষণ করতে হবে ও ৪. চারমাসের মধ্যে নিধনযজ্ঞ বন্ধে ব্যবস্থা নিতে হবে।
এছাড়া আদেশে বলা হয়েছে, রোহিঙ্গা গণহত্যায় জড়িত সেনাদের বিচারের আওতায় আনতে হবে। মিয়ানমারকে গাম্বিয়ার সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখতে হবে। তাদের সহযোগিতা করতে হবে।