ইন্টেলের নতুন চেয়ারম্যান বাংলাদেশি বংশোদ্ভূত ওমর ইশরাক
প্রযুক্তি প্রতিষ্ঠান ইন্টেল কর্পোরেশনের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ওমর ইশরাক। গত ২১ জানুয়ারি তাকে এই পদে নিয়োগ দেওয়া হয়। চেয়ারম্যান হিসেবে তার নাম ঘোষণা করার পরপরই তিনি দায়িত্ব নিয়েছেন বলে ইন্টেলের পক্ষ থেকে বলা হয়েছে। টানা সাত বছর ধরে ইন্টেলের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করা অ্যান্ডি ব্রায়ান্টের স্থলাভিষিক্ত হয়েছেন ওমর ইশরাক।
ওমর ইশরাক ২০১৭ সালের মার্চে ইন্টেলের বোর্ডে পরিচালক হিসেবে যোগ দেন। ইশরাক মেডিকেল ডিভাইস নির্মাণ প্রতিষ্ঠান মেডট্রোনকের সিইও হিসেবেও দায়িত্বে আছেন। এপ্রিলে তিনি ওই পদ থেকে অবসর নেবেন। ওমর ইশরাকের জন্ম বাংলাদেশে। ইউনিভার্সিটি অব লন্ডনের কিং কলেজ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন তিনি।