ব্রিটেনে টিয়ার২ ভিসার শর্ত শিতিল হচ্ছে
বেতন ৩০ হাজার পাউন্ড থেকে কমিয়ে ২০৮০০ পাউন্ড করার সিদ্ধান্ত
ব্রিটেনের কোন কোম্পানী টিয়ার-২ (জেনারেল) ক্যাটাগরিতে বিদেশি কর্মী নিয়োগের ক্ষেত্রে বছরে ৩০ হাজার পাউন্ড বেতন দেওয়ার যে শর্ত রয়েছে, সেটি কমিয়ে ২০৮০০ পাউন্ড করার সিদ্ধান্ত নিয়েছে ব্রিটিশ সরকার। মন্ত্রিসভার বৈঠকে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন এ সিদ্ধান্তের কথা জানিয়ে বলেন, ব্রেক্সিট (ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেনের বিচ্ছেদ) পরবর্তী সময়ের জন্য সরকার যে অভিবাসন নীতি প্রণয়ন করতে যাচ্ছে, আয়ের ওই শর্ত তার সঙ্গে সংগতিপূর্ণ নয়। উল্লেখ্য, টিয়ার-২ (জেনারেল) ক্যাটাগরিতে কোনো প্রতিষ্ঠান চাইলে বিদেশী নাগরিকদের নির্দিষ্ট বেতন প্রদানসহ আরো কিছু কঠিন শর্তে কাজ দিতে পারেন। এ জন্য প্রতিষ্ঠানগুলোর একটি স্পন্সর লাইসেন্স থাকতে হয়। প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, ইইউ নাগরিকদের অবাধ প্রবেশাধিকার বন্ধ করতে ব্রেক্সিটের…
Want to read more?
Please register/login to get premium access on website, smartphone and apps.Register Login