প্রাণঘাতী করোনা ভাইরাস এবার যুক্তরাজ্যে
চীনের রহস্যময় প্রাণঘাতী করোনা ভাইরাস এবার যুক্তরাজ্যের মানুষের মধ্যেও সংক্রমিত হয়েছে বলে স্বীকার করেছেন দেশটির স্বাস্থ্য বিশেষজ্ঞরা। ১৪ জনের উপর পরীক্ষা করা হলে তাদের শরীরে এ ভাইরাসের উপস্থিতি পাওয়া যায়। চীন থেকে এই ভাইরাস এখন বিশ্বজুড়ে ছড়াচ্ছে। প্রতিবেশী জাপান, থাইল্যান্ড, দক্ষিণ কোরিয়া, তাইওয়ান ও অস্ট্রেলিয়ার পর বুধবার যুক্তরাষ্ট্রেও এই ভাইরাসে আক্রান্ত একজনকে শনাক্ত করা হয়।
চীনে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে নিহতের সংখ্যা বেড়ে ৩১ জনে দাঁড়িয়েছে। এই ভাইরাসে এখন পর্যন্ত হাজারেরও বেশী মানুষ আক্রান্ত হয়েছেন। করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের শরীরে প্রাথমিক লক্ষণ হিসেবে শ্বাসকষ্ট, জ্বর, সর্দি, কাশির মত সমস্যা দেখা দেয়। করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দিন দিন বৃদ্ধি পেলেও এখনো পর্যন্ত কোনো চিকিৎসা বের করতে পারেননি চিকিৎসকরা। তাই এটিকে প্রতিরোধের ওপরেই সর্বাত্মক জোর দেওয়া হচ্ছে। যুক্তরাজ্য এ ভাইরাসের বিষয়ে উদ্বিগ্ন ও সতর্ক। বিমানবন্দরে চীন থেকে আসা যাত্রীদের নিয়মিত পরীক্ষা করা হচ্ছে।