ইইউ ত্যাগের চুক্তি স্বাক্ষর করলেন জনসন
ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে ব্রিটেনের বিচ্ছিন্ন হওয়ার চুক্তিতে স্বাক্ষর করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। গতকাল শুক্রবার তিনি এ চুক্তিতে স্বাক্ষর করেছেন বলে জানা গেছে। এর আগে ব্রাসেলস-এর দুই কর্মকর্তা আনুষ্ঠানিকভাবে এ চুক্তিতে স্বাক্ষর করেন। এক টুইটার বার্তায় জনসন জানান, আজ আমি ব্রিটিশ জনগণের গণতান্ত্রিক ম্যান্ডেটের প্রতি শ্রদ্ধা জানিয়ে ইউরোপীয় ইউনিয়ন থেকে বের হয়ে যাওয়ার চুক্তিতে স্বাক্ষর করেছি। চুক্তি অনুযায়ী যুক্তরাজ্য ৩১ জানুয়ারি ইইউ থেকে বের হয়ে যাবে।
Today I have signed the Withdrawal Agreement for the UK to leave the EU on January 31st, honouring the democratic mandate of the British people.
This signature heralds a new chapter in our nation’s history. pic.twitter.com/IaGTeeL2is
— Boris Johnson (@BorisJohnson) January 24, 2020