দুবাইয়ের প্রাইভেট স্কুলগুলো ২০১৯-২০ সালে ৮.৪৫ বিলিয়ন দিরহাম আয় করেছে

২০১৭-১৮ শিক্ষা বর্ষে স্কুলগুলোর আয় ছিল ৭.৫ বিলিয়ন দিরহাম

দুবাইয়ের বেসরকারী স্কুলসমূহ ২০১৯-২০ সালে ট্যুইশন ফী বাবদ বার্ষিক ৮ দশমিক ৪৫ বিলিয়ন দিরহাম রাজস্ব আয় করেছে। নলেজ এন্ড হিউম্যান ডেভেলাপমেন্ট অথোরিটি কর্তৃক প্রকাশিত চলিত বছরের এডুকেশন ল্যান্ডস্কেপ থেকে এ তথ্য জানা গেছে। কেএইচডিএ অনুমোদিত ফীর ওপর প্রদত্ত ডিসকাউন্ট বা মূল্যহ্রাস এই আয়ের বাইরে।

বছরের পর বছর ব্যাপী এই আয় উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। সর্বশেষ রিপোর্টে দেখা যায়, ২০১৭-১৮ শিক্ষা বর্ষে স্কুলগুলো ৭দশমিক ৫ বিলিয়ন দিরহাম আয় করেছে। ২০১৬-১৭ সালে স্কুলসমূহের রাজস্ব আয় ছিলো ৬ দশমিক ৮ বিলিয়ন দিরহাম, ২০১৫-১৬ সালে ৬দশমিক ১ বিলিয়ন দিরহাম, ২০১৪-১৫ সালে ৫দশমিক ৩বিলিয়ন দিরহাম এবং ২০১৩-১৪ সালে ছিলো ৪দশমিক ৭ বিলিয়ন দিরহাম।

কেএইচডিএ অনুমোদিত ফীর ভিত্তিতে দুবাইয়ে গড় পরিশোধিত ফী হচ্ছে ২৯০৫৭ দিরহাম এবং শিক্ষার্থীদের ৫১ দশমিক ১ শতাংশ ২০ হাজার দিরহামের ও কম অর্থ পরিশোধ করে। গত বুধবার প্রকাশিত নতুন উপাত্ত থেকে এ তথ্য জানা গেছে। বর্তমানে দুবাইয়ে তালিকাভুক্ত ২০৮টি স্কুলে ২৯৫১৪৮ জন শিক্ষার্থী রয়েছে। লভ্য আমিরাত ব্যাপী মোট আসন সংখ্যা ৩৬৩৬৪৩টি।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button