ম্যানইউকে ২০ হাজার পাউন্ড জরিমানা
মাঠে ফুটবলারদের অখেলোয়াড়সুলভ আচরণের জন্য ম্যানচেস্টার ইউনাইটেডকে ২০ হাজার পাউন্ড জরিমানা করা হয়েছে। শুক্রবার এই সিদ্ধান্ত জানায় ইংল্যান্ডের ফুটবল সংস্থা এফএ (ফুটবল অ্যাসোসিয়েশন)। গত রোববার ইংলিশ প্রিমিয়ার লিগে লিভারপুলের বিপক্ষে ২-০ গোলে হারের ম্যাচে রেফারির সঙ্গে বাজে আচরণ করে ইউনাইটেডের খেলোয়াড়রা। ২৬তম মিনিটে রবের্তো ফিরমিনো প্রতিপক্ষের জালে বল জড়ালে গোলের বাঁশি বাজান রেফারি। পরে অবশ্য ভিএআরের সাহায্যে সিদ্ধান্ত পাল্টান তিনি। এ সময় রেফারির দিকে তেড়ে যান ইউনাইটেড খেলোয়াড়রা। সেসময় হলুদ কার্ড দেখেন দাভিদ দে হেয়া। ইন্টারনেট।