প্রথম দল হিসেবে ইংল্যান্ডের ৫ লাখ রান

বাংলাদেশের অবস্থান ৯ম স্থানে, টাইগারদের মোট সংগ্রহ ৫৩ হাজার ১১৫ রান

ক্রিকেটের রাজকীয় ফরম্যাট টেস্টের ইতিহাসে প্রথম এবং একমাত্র দল হিসেবে ৫ লাখ রানের মাইলফলক স্পর্শ করেছে ইংল্যান্ড। দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে শুক্রবার অনন্য এই কীর্তি গড়ে দলটি। টেস্ট ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ড ইংলিশদের দখলে। দ্বিতীয় স্থানে থাকা অস্ট্রেলিয়ার থেকেও এগিয়ে বেশ ব্যবধানে। সংখ্যার হিসেবে ইংলিশদের ১ হাজার ২২তম টেস্ট ম্যাচের প্রথম দিনে এই রেকর্ড গড়েছে তারা। বর্তমানে তাদের সংগ্রহ ৫ লাখ ৬ রান। ক্রিকেটের আরেক পরাশক্তি অস্ট্রেলিয়া ৮৩০ ম্যাচ খেলে সংগ্রহ করেছে ৪ লাখ ৩২ হাজার ৭০৬ রান।

এই তালিকার তৃতীয় অবস্থানে রয়েছে এশিয়ার পরাশক্তি ভারত। ৫৪০ ম্যাচে তাদের সংগ্রহ ২ লাখ ৭৩ হাজার ৫১৮ রান। আর এই তালিকায় বাংলাদেশের অবস্থান ৯ম স্থানে। টাইগাররা এ পর্যন্ত খেলেছে ১১৭টি টেস্ট ম্যাচ। ক্রিকেটের অভিজাত ফরম্যাটে টাইগারদের মোট সংগ্রহ ৫৩ হাজার ১১৫ রান। জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকা-ইংল্যান্ডের চলমান টেস্ট ম্যাচের রানসহ। ম্যাচটি শেষ হলে দুই দলেরই রান সংখ্যা আরো বেড়ে যাবে।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button