হোম অফিসের আইনজীবীরা ‘অস্বস্তিকর’ ও ‘নজিরবিহীন’ যুক্তিতর্ক উপস্থাপন করছেন
ইমিগ্রেশন সলিসিটরদের বক্তব্য অনুযায়ী হোম অফিসের আইনজীবীরা আদালতে ‘আইনের দিক দিয়ে অস্বস্তিকর’ এবং ‘অত্যন্ত ব্যতিক্রমধর্মী’ যুক্তিতর্ক উপস্থাপন করছেন, যা ব্রিটেনে অভিবাসীদের অধিকার অস্বীকৃতির দিকে ঠেলে দিচ্ছে। সরকারের নিরপেক্ষ ইমিগ্রেশন ওয়াচডগের কাছে দাখিলকৃত প্রমানাদিতে এমন একটি উদাহরণ দেয়া হয়েছে, যাতে হোম অফিসের আইনজীবী এই মর্মে যুক্তিতর্ক উপস্থাপন করেছেন যে, একজন টিনেএজার যে কখনো আফগানিস্তানে বসবাস করেনি, এবং তাদের ভাষায় কথা বলেনি, সে ‘সহজেই কাবুলে তার জীবন পুনরায় মানিয়ে নিতে’ পারতো। অপর একটি দাবীতে ইংরেজীতে পদার্থ বিদ্যায় ডিগ্রীধারী জনৈক ব্যক্তিকে বেসিক ইংলিশ ল্যাংগুয়েজ টেস্টের জন্য একজন প্রক্সি ভাড়া করার প্রয়োজন হতে পারতো- এমনটি বলা হয়েছে। ইমিগ্রেশন ল’ প্র্যাকটিশনার্স এসোসিয়েশন (আইএলপিএ) কর্তৃক সংকলিত…
Want to read more?
Please register/login to get premium access on website, smartphone and apps.Register Login