পবিত্র রমজানের বাকি তিন মাস
১৪৪১ হিজরি সনের জমাদিউস সানি মাসের চাঁদ আকাশে দেখা গিয়েছে। আজ রোববার থেকে জমাদিউস সানি মাসের গণনা শুরু হয়েছে। সে হিসেবে পবিত্র রমজানের বাকি আর তিন মাস। শনিবার সন্ধ্যায় সৌদি আরবের আকাশে চাঁদ দেখা যাওয়ায় আজ রোববার থেকে জমাদিউস সানি মাসের গণনা শুরু হয়েছে। এদিকে, জমাদিউস সানি মাসের চাঁদ বাংলাদেশের আকাশে দেখা গিয়েছে আজ রোববার। আগামীকাল সোমবার থেকে জমাদিউস সানি মাসের গণনা শুরু হবে।
প্রসঙ্গত, জমাদিউস সানির পরের মাস রজব। আর রজব মাস থেকেই শুরু হয়ে যায় পবিত্র রমজানের দিন গণনা। রমজান
আরবি বারো মাসের নবম মাস। রমজান মাসের গুরুত্ব- ফজিলত বাকি সব মাস থেকে পৃথক এবং বৈশিষ্ট্যপূর্ণ। এই মাসের প্রধান বৈশিষ্ট্য আর ফজিলত হলো কোরআন অবতরণ। এইমাসে উম্মতে মোহাম্মদীর জন্য আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যা অন্য কোন নবির ভাগ্যে জোটেনি। সেটা হলো কদরের রাত। রমজানের আরেকটি গুরুত্বপূর্ণ ফজিলত হলো সমস্ত মাস রোজা রাখা ফরজ। প্রতিটি রোজায় মহান আল্লাহ পাক অসংখ্য মানুষকে ক্ষমা করেন এবং জাহান্নাম থেকেমুক্তিদিয়েজান্নাতের তালিকাভুক্ত করেন। তাই এ মাসকে বরকত-রহমত- মাগফেরাতের মাস বলা হয়।