সিলেটে ৪.১ মাত্রার ভূমিকম্প

সিলেটে ৪.১ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ সোমবার দুপুর ১টা ১০ মিনিটে ভূমিকম্প অনুভূত হলে আতঙ্কে লোকজনকে বাসাবাড়ি ও মার্কেট থেকে রাস্তায় নেমে পড়ে। সিলেট আবহাওয়া অধিদপ্তরের সিনিয়র পর্যবেক্ষক লুৎফুর রহমান জানান, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৪.১। যার উৎপক্তিস্থল ছিল সিলেটের সীমান্তবর্তী উপজেলা গোয়াইনঘাটের নিকটবর্তী এলাকা।

এদিকে, ভূকম্পন শুরু হলে নগরীর বন্দরবাজার, জিন্দাবাজারসহ বিভিন্ন মার্কেট ও অফিস থেকে আতঙ্কিত লোকজন রাস্তায় বের হয়ে আসেন। সিলেট নগরের বাসিন্দারা জানান, ভূমিকম্প অনুভূত হওয়ার সঙ্গে সঙ্গে ভবন কেঁপে ওঠে। তবে তা বেশিক্ষণ স্থায়ী হয়নি। আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে, সিলেট ভূমিকম্পের জন্য অপেক্ষাকৃত ঝুঁকিপূর্ণ এলাকা। ফলে মৃদু ভূমিকম্পেই নগরবাসীর মধ্যে আতঙ্ক দেখা দেয়। এর আগে সর্বশেষ গত বছরের ১৯ জুলাই বেলা ৩টার দিকে সিলেটে ভূমিকম্প অনুভূত হয়েছিল। যার স্থায়িত্ব ছিল প্রায় ১০ সেকেন্ড।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button