বরিস জনসনের ইউটার্ন: বিশিষ্ট জনদের অভিমত
কাগজপত্রহীন অভিবাসীদের সাধারণ ক্ষমার জন্য বরিস জনসনের আগের একটি প্রস্তাব সম্পূর্ণরূপে ব্রিটিশ সরকার বাতিল করে দিয়েছে। আরেকটি উইন্ডরাশ কেলেংকারী ঠেকাতে সহায়ক হবে এই প্রত্যাশায় তিনি এই প্রস্তাব করেছিলেন। লন্ডনের মেয়র থাকাকালে প্রধানমন্ত্রী বরিস জনসন প্রথম দিকে সাধারন ক্ষমার ধারণাটিকে অবৈধ অভিবাসীদের ‘অর্জিত সাধারণ ক্ষমা’ হিসেবে উপস্থাপন করেন। পরে সমগ্র দেশের নেতা হওয়ার পর বিষয়টির ওপর তিনি পুনরায় গুরুত্ব আরোপ করেন। গত জুলাই মাসে তিনি এমপিদের বলেন, তার সরকার এ ধরনের একটি নীতি বাস্তবায়নের বিষয়টি বিবেচনা করবে। যা-ই হোক, চলতি মাসে যখন পার্লমেন্টে লেবার এমপি ড: রোজেনা এলিন খান এই পরিকল্পনা সম্পর্কে জিজ্ঞেস করেন তখন হোম অফিস মন্ত্রী ভিক্টোরিয়া এটকিনস তার…
Want to read more?
Please register/login to get premium access on website, smartphone and apps.Register Login