চীনে ২ হাজার শাখা বন্ধ স্টারবাকসের

করোনাভাইরাসের প্রাদুর্ভাব থেকে কর্মীদের রক্ষার্থে ও ভাইরাসটির বিস্তার রোধে সরকারি প্রচেষ্টার সমর্থনে চীনে অর্ধেক শাখা বন্ধ করেছে মার্কিন কফিহাউজ স্টারবাকস। ভাইরাসের দ্রুত বিস্তার প্রতিষ্ঠানের আর্থিক কার্যক্রমকে ক্ষতিগ্রস্ত করতে পারে বলে সতর্ক করেছে চেইন কফি শপ কোম্পানিটি। দেশটিতে প্রায় ৪ হাজার ৩০০ শাখা রয়েছে কোম্পানিটির। চীনের হুবেই প্রদেশের উহান থেকে ছড়িয়ে পড়া ভাইরাসটিতে এরই মধ্যে মৃতের সংখ্যা ১৩০ ছাড়িয়েছে, আক্রান্ত হয়েছে প্রায় ছয় হাজার।

স্টারবাকসের প্রধান নির্বাহী কর্মকর্তা কেভিন জনসন জানান, কোম্পানি এ মুহূর্তে দ্রুত পরিবর্তনশীল পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। প্রথম প্রান্তিকে প্রত্যাশার চেয়ে ভালো পারফরম্যান্সের কারণে বার্ষিক মুনাফা পূর্বাভাস বৃদ্ধির পরিকল্পনা করেছিল কোম্পানি। এ মুহূর্তে ভাইরাসের কারণে নিজেদের পূর্বাভাস পরিবর্তন না করার সিদ্ধান্ত নিয়েছে। ১৯৯৯ সালের জানুয়ারিতে বেইজিংয়ে প্রথম দোকান চালু করে স্টারবাকস। কোম্পানিটির বৈশ্বিক আয়ের প্রায় ১০ শতাংশের উৎস চীনের বাজার। যে কারণে কফিহাউজটির বৈশ্বিক প্রবৃদ্ধি গুরুত্বপূর্ণ চালিকাশক্তিতে পরিণত হয়েছে চীন।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button