৩০ পাউন্ডের জন্য বন্ধুকে খুন
ল্যাম্বেথে একজন লোক তার বন্ধুকে ৩০ পাউন্ড ঋণের জন্য মেরে ফেলেছে। তাকে মেঝেতে ফেলে বার বার মাথায় লাথি মেরে মারা হয়। অভিযুক্তকে জেলে পাঠানো হয়েছে। লাম্বেথের থর্পার্চ রোডের ৪৫ বছর বয়সী ডেভিড ডালিংকে, ২৯ জানুয়ারী বুধবার উড গ্রিন ক্রাউন কোর্টে ৬০ বছরের হুরবার্ট হলকে হত্যার জন্য দোষী সাব্যস্ত করা হয়েছিল।
ডেভিড ডালিং এর পরপরই ১০বছরের কারাদণ্ডে দন্ডিত হয়েছেন। আদালত শুনেছিল যে মিঃ হল এবং ডালিং মঙ্গলবার, ২ এপ্রিল ২০১৯ ওয়ালথামস্টোর হো স্ট্রিটে একসাথে এলকোহল পান করছিলেন এবং সকাল ৬:৩০ মিনিটের দিকে, তারা ৩০ পাউন্ড ঋণ নিয়ে বিতর্ক শুরু করে। দুজনের মধ্যে সবচেয়ে কনিষ্ঠ এবং ফিটতম ডালিং হলকে মেঝেতে ফেলে দিয়ে তাঁকে আক্রমণ করতে শুরু করলেন – তাকে ছয়বার মাথায় লাথি মারেন। একজন পথচারী মিঃ হলকে রাস্তায় পড়ে থাকতে দেখে ৯৯৯ কল করেন। অফিসার এবং লন্ডন অ্যাম্বুলেন্স পরিষেবা উপস্থিত হয়ে মিঃ হলকে পূর্ব লন্ডনের একটি হাসপাতালে নেওয়া হয়েছিল। তার মাথায় গুরুতর আঘাত পাওয়ায় পরের দিন সন্ধ্যা সাড়ে ৪ টায় তিনি মারা যান।