ইমিগ্রেশন সংক্রান্ত জালিয়াতির দায়ে অপরাধীর সাজা বৃদ্ধি
ব্রিটিশ আদালত অভিবাসন ভিসা আবেদন সংক্রান্ত ডকুমেন্ট জালিয়াতির দায়ে মোহাম্মদ রহমান নামক জনৈক ব্যক্তির সাজা বৃদ্ধি করেছেন। সলিসিটর জেনারেল মাইকেল ইলিস-এর আবেদনের প্রেক্ষিতে আপীল আদালত এই সাজা বৃদ্ধি করেন। ২০১৩ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত মোহাম্মদ রহমান অনেকগুলো জালিয়াতির পরিকল্পনায় অংশ নেন। এগুলোর মধ্যে অভিবাসন ভিসা আবেদনের সমর্থনে ভুয়া ডকুমেন্ট তৈরী এবং জাল স্টুডেন্ট কাউন্সিল ট্যাক্স থেকে রেহাই সংক্রান্ত কাগজপত্র অন্তর্ভুক্ত। দুর্নীতির অংশ হিসেবে রহমান বিভিন্ন কোর্সে পড়াশোনার উদ্দেশ্যে বিদেশী শিক্ষার্থীদের যুক্তরাজ্যে বসবাসের সুযোগ দিতে শিক্ষা প্রতিষ্ঠানের নামে ভুয়া ডকুমেন্ট তৈরী করেন। রহমানের অন্যান্য প্রতারণামূলক তৎপরতার মধ্যে রয়েছে কোর্সসমূহে তালিকাভুক্তির নামে লোকজনের কাউন্সিল ট্যাক্স থেকে অব্যাহতি সংক্রান্ত ভুয়া ডকুমেন্ট সৃজন…
Want to read more?
Please register/login to get premium access on website, smartphone and apps.Register Login