লন্ডনে ছুরি হামলা, পুলিশের গুলিতে হামলাকারী নিহত
লন্ডনের দক্ষিণাঞ্চলে স্ট্র্যাথাম হাই রোডে আজ রবিবার প্রকাশ্য দিবালোকে বেশ কয়েকজন মানুষ ছুরি হামলার শিকার হয়েছেন এবং ঘটনাটি সন্ত্রাসী হামলা বলেই ধারণা করা হচ্ছে। ছুরি হামলার ঘটনায় দুইজন আহত হয়েছে বলে ধারণা করা হলেও লন্ডনের এম্বুলেন্স সার্ভিস ঘটনাস্থলে কয়েকজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছে। এদিকে পুলিশের গুলিতে হামলাকারী ব্যক্তির নিহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহত ব্যক্তিকে ‘সন্ত্রাসী’ বলে দাবি করেছে স্থানীয় পুলিশ।
মেট্রোপলিটন পুলিশ এক টুইটে জানিয়েছে, “স্ট্র্যাথামে সশস্ত্র কর্মকর্তারা একজনকে গুলি করেছেন। এ পর্যায়ে ধারণা করা হচ্ছে, বেশ কয়েকজন মানুষ ছুরিকাহত হয়েছেন। পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে। হামলার ঘটনার সঙ্গে সন্ত্রাসের যোগসূত্র আছে।” গুলি করা ব্যক্তিটি মারা গেছেন বলে পরে জানিয়েছে পুলিশ। স্ট্র্যাথাম হাই রোডের বেশ অনেকটা অংশ ঘিরে রাখা হয়েছে এবং পুলিশ মানুষজনকে ওই এলাকায় না যাওয়ার পরামর্শ দিয়েছে।
I am being kept updated by @metpoliceuk on this afternoon’s incident in Streatham, which has been declared terrorist-related. My first thoughts are with the victims, our brave police and emergency services and their families.
— Priti Patel (@patel4witham) February 2, 2020