কমপক্ষে ২১ জন আহত, কেউ নিহত হয়নি
তুরস্কে ১৭১ যাত্রী নিয়ে রানওয়ে থেকে ছিটকে পড়লো বিমান
তুরস্কের সাবিহা গোকসেন বিমানবন্দরে ১৭১ যাত্রী নিয়ে রানওয়ে থেকে ছিটকে পড়েছে একটি বিমান। এই ঘটনায় কমপক্ষে ২১ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়া বিমানটি রানওয়ে থেকে ছিটকে পড়ার পর তিন টুকরো হয়ে গেছে বলে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে। তবে এই ঘটনায় কেউ নিহত হয়নি বলে তুরস্ক সরকারের পক্ষ থেকে বলা হয়েছে । জানা গেছে, বিমানটি ভারী বৃষ্টিতে বিমানবন্দরে নামার সময় এই দুর্ঘটনা ঘটে। ইস্তানবুলের গভর্নর আলি যেরলিকায়া বলেন, আহত ২১ জনকে হাসপাতালে পাঠানো হয়েছে এবং উদ্ধার কাজ চালানো হচ্ছে।
VIDEO — Footage shows moments Pegasus Airlines plane veered off runway at Istanbul’s Sabiha Gökçen Airporthttps://t.co/ZrH2yu7tVS pic.twitter.com/UkonjiCcA0
— DAILY SABAH (@DailySabah) February 5, 2020