সালাহউদ্দিন কাদেরের আইনজীবীর কার্যালয়ে ডিবির তল্লাসি : কম্পিউটার জব্দ
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সংসদ সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর আইনজীবী ফখরুল ইসলামের কার্যালয়ে তল্লাশি চালিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তারা সেখান থেকে ডিবি কম্পিউটারের দুটি সিপিইউ, একটি প্রিন্টার ও ৫০/৬০টি সিডি জব্দ করেছে। শুক্রবার বেলা ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত রাজধানীর কাকরাইলে ফখরুল ইসলামের কার্যালয়ে তল্লাশি চালায় ডিবি। কার্যালয়ের কর্মচারীরা জানান, বেলা ২টার দিকে ডিবি পুলিশের অর্ধশতাধিক সদস্য কার্যালয়ের ভেতরে ঢোকেন। তাদের কয়েকজন সাদা পোশাকেও ছিলেন। কার্যালয়ের বাইরে ডিবি পুলিশ লাইন ধরে দাঁড়িয়েছিল। ভেতরে তিনজন ঢোকেন। এরপর তারা তল্লাশি চালান। কার্যালয়ের কর্মচারীরা আরো জানান, ডিবি পুলিশের সদস্যরা ফখরুল ইসলামের কক্ষে ঢুকলেও সেখান থেকে কিছু জব্দ করেননি। তারা জুনিয়র আইনজীবীর কক্ষ থেকে দুটি সিপিইউ, প্রিন্টার ও সিডি জব্দ করেছেন। ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম শাখার উপকমিশনার মাসুদুর রহমান তল্লাশি অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন। মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর মামলার রায়ের দিন তিনি ও তার পরিবার অভিযোগ তোলেন, ওই রায়ের কপি আগের দিনই একটি ওয়েবসাইটে পেয়েছেন তারা। সালাউদ্দিন কাদেরের স্ত্রী দাবি করেছেন, ওই রায় আইন মন্ত্রণালয়ে তৈরি হয়েছে। তবে আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম তা উড়িয়ে দেন। এরপর ট্রাইব্যুনালের রেজিস্ট্রার নাসির উদ্দিন মাহমুদ বুধবার রাজধানীর শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি করেন। তিনি সাংবাদিকদের বলেন, রায় ঘোষণার কয়েকদিন আগে খসড়া পর্যায়ে তা ফাঁস হয়ে থাকতে পারে। ট্রাইব্যুনালের কম্পিউটার থেকেই খসড়া ‘লিকড’ হয়েছে।