খালেদার যাত্রাপথে নেতাকর্মীদের ব্যাপক শোডাউন
বিরোধী দলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সিলেটমুখী যাত্রাপথে ব্যাপক সংবর্ধনা দিয়েছে দলের নেতাকর্মীরা। খালেদা জিয়া শুক্রবার শেষ বিকেলে ঢাকা থেকে সিলেটের উদ্দেশে রওয়না দেন। কিন্তু পথে পথে দুপুরের পর থেকেই রাস্তার দুই পাশে জনতার ঢল নামে। বিএনপি নেতাকর্মীরা ঢাকা-সিলেট মহাসড়কের বিভিন্ন জায়গায় ব্যাপক শোডাউন করে। নেতাকর্মীদের হাতে হাতে ছিল বিএনপির প্রতিষ্ঠাতা মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমান এবং স্থানীয় নেতাদের ছবি-সংবলিত হাজার হাজার পোস্টার, ব্যানার, আর রং-বেরঙের ফেস্টুন। নেতাকর্মীরা বিভিন্ন শ্লোগান দিতে থাকেন। এদিকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে প্রায় এক ঘন্টা যানজটে আটকা পড়েন বেগম খালেদা জিয়া। এছাড়া পথে পথে নেতাকর্মীদের উপচে পড়া ভিড়, কাঁচপুর ব্রিজে বাস-ট্রাক এলোমেলা অবস্থায় থাকার কারণেও যানজটের কবলে পড়েন বিএনপি চেয়ারপারসন। দেখা গেছে, খালেদা জিয়ার সিলেটের যাত্রাপথে রাজধানীর যাত্রাবাড়ি থেকে শনির আখড়া পর্যন্ত শোডাউন দেয় বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ, অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার কাঁচপুর ব্রিজ, রূপগঞ্জে কাজী মনিরজ্জামান মনির, দীপু ভুইয়া, বদরুজ্জামান খসরু, নরসিংদীতে খায়রুল কবীর খোকন, সরদার সাখাওয়াত হোসেন বকুল, ভৈরবে শরিফুল আলম, ব্রাহ্মণবাড়িয়া বিশ্বরোড মোড়ে ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল, হবিগঞ্জে ডিকে গউস, এম এম ফয়সাল, শাহ মোজাম্মেল নান্টু এর নেতৃত্বে হাজার হ্জাার নেতাকর্মী শোডাউন দেয়। ঢাকা থেকেখালেদা জিয়ার গাড়িবহরে সফর সঙ্গী হিসেবে রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ড. মঈন খান, ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকাসহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের অর্ধশতাধিক নেতা।