ব্রিটিশ পার্লামেন্টে শিয়াল, হুলস্থূল কারবার
ব্রিটিশ পার্লামেন্টের চারতলা ভবনের পোর্টকিউলিস হাউসের বারান্দা ধরে একটি শিয়াল সামনের দিকে হেঁটে যাচ্ছিল। পুলিশ তাকে ধরতে চাইলেও নিজের দক্ষতাবলে পালিয়ে যেতে সক্ষম হয়েছে এই দুষ্ট প্রাণীটি। ঘটনাটি গত বৃহস্পতিবার রাতের। পুলিশ তাকে ধরতে গেলে হুলস্থূল পড়ে যায়।
ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির আইনপ্রণেতা জুলিয়া লোপেজ বলেন, রাতে ওয়েস্টমিনিস্টার অফিস থেকে ফিরছিলাম, তখন দেখি একটি শিয়াল চলন্ত সিঁড়ি বেয়ে পোর্টকিউলিস হাউসে উঠছে। টুইটারে তিনি লেখেন, পার্লামেন্টে ২০১৭ সাল থেকে বেশ কয়েকটি অদ্ভুত ঘটনাবলী দেখতে পেলাম। কিন্তু এটাই তাদের মধ্যে সেরা ঘটনা।
একেবারে ধীর পায়ে হেঁটে যাচ্ছিল শিয়ালটি। আইনপ্রণেতাদের দেখার পরেও প্রাণীটির ভেতর কোনো অস্বস্তি ছিল না।
লেবার পার্টির এমপি কেরি ম্যাকার্থি বলেন, দ্বিতীয় তলায় তার অফিসের বাইরে মলত্যাগ করে গেছে শিয়ালটি। আধঘণ্টা আগে পোর্টকিউলিস হাউসের উন্মুক্ত হলে শিয়ালটিকে দৌড়াতে দেখেছি। পরে এই ঘটনা সামাজিকমাধ্যমেও ব্যাপক হইচই ফেলে দিয়েছে। স্কটিশ ন্যাশনাল পার্টির এমপি আলিসন থিউলি বলেন, শিয়ালটি যদি পার্লামেন্টের ইঁদুর মারতে এসে থাকে, তবে তাকে স্বাগত জানানো যায়।