দেউলিয়া ঘোষণা এয়ার ইতালির
গত মঙ্গলবার নিজেদের দেউলিয়া ঘোষণা করল ইতালিভিত্তিক উড়োজাহাজ সংস্থা এয়ার ইতালি। আগা খান ও কাতার এয়ারওয়েজের মালিকানাধীন কোম্পানিটি আরো জানায়, আগামী ২৫ ডিসেম্বর পর্যন্ত যাত্রী পরিষেবা বহাল রাখবে এবং যাদের টিকিট বাতিল হবে, তাদের অর্থ ফেরত দেয়া হবে। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ বাজারে বহুমুখী চ্যালেঞ্জের সামনে দাঁড়িয়ে গত কয়েক বছরে বড় অংকের লোকসান করেছে এয়ার ইতালি। উড়োজাহাজ সংস্থাটির ৫১ শতাংশের মালিকানা ছিল আগা খানের এবং বাকি ৪৯ শতাংশ কাতার এয়ারওয়েজের।