‘সিইও অব দ্য ইয়ার’ হলেন ইসলামী ব্যাংকের এমডি
‘সিইও অব দ্য ইয়ার-২০১৯’ অ্যাওয়ার্ড অর্জন করেছেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মো. মাহবুব-উল আলম। শনিবার ব্যাংকের পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, সম্প্রতি পঞ্চম ইসলামিক রিটেইল ব্যাংকিং অ্যাওয়ার্ডস ২০১৯ অনুষ্ঠানে ক্যামব্রিজ আইএফএ-এর সিইও ড. শফিজা আজমী ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মো. মাহবুব উল আলমকে এ অ্যাওয়ার্ড হস্তান্তর করেন। উল্লেখ্য, যুক্তরাজ্য-ভিত্তিক ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স হাউজ ক্যামব্রিজ ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজরি এ অ্যাওয়ার্ড প্রদান করেছে।