ব্রিটেনগামী নারীর ছদ্মবেশী যুবক তুরস্কের বিমান বন্দরে আটক
জনৈক সোমালী যুবক যুক্তরাজ্য যাওয়ার জন্য নারীর ছদ্মবেশ ধারণ করায় তুরস্কের বিমানবন্দরে পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন। নারী বেশী এই যুবকের নাম ইব্রাহীম এম। সে ২০১৯ সালের সেপ্টেম্বর মাসে তুরস্কে আসে। সে গত ১২ ফেব্রুয়ারী তুরস্কের রাজধানী আংকারার এসেবুগা এয়ারপোর্টে আসে জনৈক খাদিজা এইচ নামক নারীর ভ্রমণের কাগজপত্র ও রেসিডেন্স পারমিট নিয়ে। যখন সে একটি লম্বা স্কার্ট, একটি ফারকোট ও টাইট হেডস্কার্ফ পরে চেহারায় পূর্ণ মেক-আপ নিয়ে লন্ডন ফ্লাইটে আরোহনের জন্য প্রস্তুত হয় এবং পাসপোর্ট ইন্সপেক্টরদের কাছে যায়, তখন পুলিশের সন্দেহ হয়। চেহারায় অতিরিক্ত মেক-আপ থাকায় তাদের মনে সন্দেহের উদ্রেক হয়, যদিও ভ্রমণ সংক্রান্ত কাগজপত্রে সংযুক্ত ফটোর সাথে ছদ্মবেশী মহিলার সাদৃশ্য ছিলো। তখন পুলিশ অফিসারেরা সিকিউরিটি ক্যামেরার ফুটেজ ভালোভাবে পরীক্ষা করে নিশ্চিত হন যে, জনৈক মহিলা এই সন্দেহভাজনের কাছে ট্রাভেল ডকুমেন্ট হস্তান্তর করতে বিমানবন্দরে এসেছিলো।
এরপর পুলিশ এই ছদ্মবেশী ব্যক্তিকে তার হেড স্কার্ফ খোলার এবং মেক-আপ পরিষ্কারের নির্দেশ দেয়। ইতোমধ্যে তারা তার ব্যাক গ্রাউন্ড চেক সম্পন্ন করেন। শেষ পর্যন্ত দেখা যায়, ছদ্মবেশী এই নারী একজন পুরুষ, তার নাম ইব্রাহীম এম। সে তার গার্লফ্রেন্ড খাদিজা এইচ-এর ছদ্মবেশ ধারণ করে। খাদিজা বিমানবন্দর থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাকেও গ্রেফতার করা হয়। উভয়ই বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন।