হামলাকারী গ্রেফতার
লন্ডন রিজেন্ট পার্ক মসজিদে ছুরি হামলা
সেন্ট্রাল লন্ডনের রিজেন্ট পার্ক মসজিদে এক শ্বেতাঙ্গ পুরুষের ছুরিকাঘাতে আনুমানিক ৭০ বছর বয়সী মসজিদের মুয়াজ্জিন আহত হয়েছেন। হত্যাচেষ্টার ঘটনায় এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। প্রত্যক্ষদর্শীরা বলছেন, রিজেন্ট পার্কের কাছে লন্ডন সেন্ট্রাল মসজিদে এক ব্যক্তি আজান দিচ্ছিলেন, তখন তার ঘাড়ে ছুরি দিয়ে হামলা করা হয়েছে।
আজ বৃহষ্পতিবার বিকাল তিনটার সময় পুলিশ এসে সত্তর বছর বয়সী মুয়াজ্জিনকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন। হাসপাতালে নেয়ার আগে তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। মসজিদের ভেতরে আটক করা এক ব্যক্তির ছবি টুইটারে পোস্ট দিয়েছেন মুসল্লিরা। স্কটল্যান্ড ইয়ার্ডের মুখপাত্র বলেন, পার্ক রোডের মসজিদে পুলিশ ডাকা হয়েছিল। বৃহস্পতিবার বিকাল ৩টা ১০ মিনিটে এই ঘটনা ঘটেছে।
তবে আহত মুয়াজ্জিনের শরীরিক অবস্থা প্রাণঘাতী না বলে জানিয়েছে পুলিশ। মসজিদটিতে এটাই প্রথম কোনো সহিংসতার ঘটনা না। গত বছরের মার্চে দুই ব্যক্তি ছুরি নিয়ে মসজিদটির ভেতরে হামলা করলে ২০ বছর বয়সী এক তরুণ নিহত হন। খবরে বলা হয়েছে, আসরের আজানের সময় মসজিদটিতে এক বর্ণবাদী শ্বেতাঙ্গ শ্রেষ্ঠত্বাবাদী ঢুকে মুয়াজ্জিনের ঘাড়ে ছুরিকাঘাত করেন। দেশটির সবচেয়ে বড় এই মসজিদটিতে একসঙ্গে পাঁচ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারেন।
I’m deeply concerned by this incident at London Central Mosque. Every Londoner is entitled to feel safe in their place of worship & I want to reassure London’s communities that acts of violence in our city will not be tolerated. The Met are providing extra resources in the area. https://t.co/iljzPrJ4fm
— Sadiq Khan (@SadiqKhan) February 20, 2020
STATEMENT: Muslim Council of Britain Responds to Stabbing at London Central Mosque | 20 February 2020 pic.twitter.com/hKRh3J9Wqk
— MCB (@MuslimCouncil) February 20, 2020
So sad, I used to often pray at regents park mosque when i lived in London, and always thought of it as a safe haven. Some people are just crazy in this world https://t.co/Wfe0IS4Bgz
— Tarik Burner (@tarikburner) February 20, 2020