নামাজ পড়তে দিতে হবে : টেসকোর বিরুদ্ধে আদালতের রায়
রাশিদ রিয়াজ: ব্রিটেনে মুসলমানদের কাজের ফাঁকে নামাজের সময় নামাজ পড়তে বিধি নিষেধ আরোপ করার পর জনপ্রিয় ব্রান্ড সুপার মার্কেট প্রতিষ্ঠান টেসকোর বিরুদ্ধে আদালত রায় দিয়ে বলেছে, এতে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়া হয়েছে এবং প্রতিষ্ঠানটির কর্মচারিদের এখন থেকে তারা চাইলে নামাজ পড়তে দিতে হবে। আদালতের রায় শুধু মুসলমানদের জন্যে নয় এখন থেকে ব্রিটেনে যে কোনো ধর্মের মানুষ তার ধর্মীয় উপাসনা নির্বিঘ্নে সারতে পারবেন।
২০০৬ সাল থেকে বেটফোর্ডে টেসকোর কয়েকজন কর্মচারি নামাজ পড়ার অনুমতি চেয়ে একটি ঘরও পেয়ে যায় ২০০৮ সালে। কিন্তু ৪ বছর পর টেসকোর কর্মকর্তারা বাধ সাধেন নামাজ পড়ার ব্যাপারে। তালাবদ্ধ করে দেয়া হয় নামাজ পড়ার ঘরটিতে। আবদিরিসাক আদেন এবং মোহাম্মদ হাসান সহ বেশ কয়েকজন এব্যাপারে আদালতের শরণাপন্ন হন। বেডফোর্ড শ্রম আদালত টেসকোর কর্মকর্তাদের তলব করেন। টেসকো কর্মকর্তা ক্রিস্টোফার ফ্রে’র বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগ আনা হয়।
আদালত শেষ পর্যন্ত নির্দেশনা দেয়, টেসকোর মুসলমান কর্মচারিদের নামাজ পড়তে দিতে হবে। এবং এব্যাপারে কোনো বিধি নিষেধ আরোপ করা যাবে না। এই প্রথম ব্রিটেনের আদালতে কোনো মুসলমান ধর্মীয় অধিকার আদায়ে বিজয়ী হলেন। টেসকোর কর্মকর্তারা বলছেন, আদালতের লিখিত নির্দেশ হাতে পেলেই তারা এব্যাপারে কার্যকর ব্যবস্থা গ্রহণ করবেন। ডেইলি মেইল