লন্ডনে নিলামে উঠছে টিপু সুলতানের ঐতিহাসিক তরবারি
আগামী ৯ অক্টোবর লন্ডনের সদেবি নিলাম কেন্দ্রে বিশ্ববিখ্যাত ‘দ্য সোর্ড অব টিপু সুলতান’ অর্থাৎ ‘মহিশূরের বাঘ’ খ্যাত টিপু সুলতানের তরবারিটি বিক্রয়ের জন্য উপস্থাপন করা হবে। সদেবি এই প্রথম বারের মতো ‘ইম্পিরিয়েল ইন্ডিয়া কালেকশন’-এর নিলাম ডাকতে যাচ্ছে।
এই নিলামে ‘আর্ট অব ইম্পিরিয়েল ইন্ডিয়া’-এর ৯০ টিরও বেশী সামগ্রী বিক্রির উদ্যোগ গ্রহণ করা হয়েছে। মহিশূরের শাসক টিপু সুলতানের বিখ্যাত তরবারি, ভারতের রাজদরবারের বিভিন্ন মূল্যবান রতœ ও অলংকার, বিরল মিনিয়েচার বা ক্ষুদ্র সামগ্রী ও পেইটিং বা চিত্রসমূহ এই সংগ্রহের অন্তর্ভুক্ত। এসব সামগ্রীর মধ্যে ‘টাইগার অব মাইসোর’ হিসেবে পরিচিত টিপু সুলতানের বিখ্যাত তরবারিটি ৮০ হাজার থেকে ১ লাখ ২০ হাজার পাউন্ডে বিক্রির সম্ভাবনা রয়েছে। ঐতিহাসিক এই তরবারির গায়ে টিপু সুলতানের ব্যক্তিগত প্রতীক ‘বুবরি’ অর্থাৎ বাঘের গায়ের ডোরাকাটা চিহ্ন বা মটিফ অংকিত রয়েছে।