২০১৯ সালে ইউএইর প্রবৃদ্ধি বেড়েছে ২.৯%

২০১৯ সালে সংযুক্ত আরব আমিরাতের মোট দেশজ উৎপাদন (জিডিপি) বেড়েছে ২ দশমিক ৯ শতাংশ। উপসাগরীয় দেশটির কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক প্রকাশিত কোয়াটারলি ইকোনমিক রিভিউতে এ তথ্য উঠে এসেছে। ইউএইর কেন্দ্রীয় ব্যাংক বলছে, গত বছরের প্রবৃদ্ধিতে হাইড্রোকার্বন ও নন-হাইড্রোকার্বন খাত উভয়ই অবদান রেখেছে। কনডেনসেটস ও প্রাকৃতিক গ্যাস উত্তোলনে দুই অংকের প্রবৃদ্ধিতে হাইড্রোকার্বন খাতে লক্ষণীয় প্রবৃদ্ধি অর্জিত হয়েছে। ২০২০ সালের জন্য ৩ শতাংশ প্রবৃদ্ধি পূর্বাভাস দিয়েছে কেন্দ্রীয় ব্যাংকটি, যা আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সর্বশেষ ১ দশমিক ৬ শতাংশ এবং কেন্দ্রীয় ব্যাংকটিরই পূর্ববর্তী ২ দশমিক ৩ শতাংশ প্রবৃদ্ধি পূর্বাভাসের চেয়ে বেশি।

কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদনে আরো বলা হয়, ২০১৯ সালের তৃতীয় প্রান্তিকে সরকারি ব্যয় ৩ দশমিক ৩ শতাংশ বৃদ্ধিতে চতুর্থ প্রান্তিকের প্রবৃদ্ধি চাঙ্গার আশা করা হচ্ছিল। গত প্রান্তিকে শ্রম ও ঋণ বাজারে শক্তিশালী অগ্রগতি হয়েছে বলেও পর্যবেক্ষণ কেন্দ্রীয় ব্যাংকটির। বিশেষ করে বেসরকারি খাতে কর্মসংস্থান বছরওয়ারি ২ শতাংশ বেড়েছে, যা এর আগের প্রান্তিকে ছিল ১ দশমিক ১ শতাংশ। তৃতীয় প্রান্তিকে যেখানে ১৩ হাজার ৮৫ জন বিদেশী শ্রমিক ওয়ার্ক পারমিট পেয়েছে, চতুর্থ প্রান্তিকে সেখানে ওয়ার্ক পারমিট পেয়েছে ৩৮ হাজার ৭৬৫ জন বিদেশী কর্মী।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button