করোনাভাইরাস: ওমরাহ-টুরিস্ট ভিসা স্থগিত করল সৌদি আরব
করোনা ভাইরাসের বিস্তারের আশঙ্কায় ওমরাহ যাত্রী ও মসজিদে নববি সফর করতে আগ্রহীদের জন্য সৌদি আরবে প্রবেশ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। আজ বৃহস্পতিবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানায়। বিবৃতিতে বলা হয়, সৌদি আরবে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কায় যারা ওমরাহ করতে চাচ্ছেন বা মদিনায় মসজিদে নববিতে যেতে চাচ্ছেন তাদের প্রবেশাধিকার অস্থায়ীভাবে স্থগিত করা হয়েছে।
ঐ বিবৃতিতে আরো বলা হয়, যেসব দেশে করোনা ভাইরাস বিপদ হিসেবে দেখা দিয়েছে, ওইসব দেশের পর্যটকদের জন্য ভিসা স্থগিত করা হয়েছে। এছাড়া জাতীয় আইডি কার্ড ব্যবহার করে সৌদি আরব থেকে জিসিসি দেশগুলোতে যাতায়াতও স্থগিত করা হয়েছে। প্রতি বছর ওমরাহ করতে সৌদি আরবে যান প্রায় ৭০ লাখ লোক। তাদের বেশির ভাগই অবতরণ করেন জেদ্দা ও মদিনায়।
#SaudiArabia said that this precautions comes to provide the utmost protection to the safety of citizens and residents and everyone who intends to come to the Kingdom to perform Umrah or visit the Prophet’s Mosque or for the purpose of tourism.
https://t.co/hWTXmfvxz4— Saudi Gazette (@Saudi_Gazette) February 27, 2020
#Umrah pilgrims and people on tourist visas arriving from #coronavirus areas are temporarily banned from entering the country, says Ministry of Foreign Affairs.@KSAMOFA
https://t.co/uw4YNHCLox— Arab News (@arabnews) February 27, 2020