হতাহতের সংখ্যা বাড়ছেই

নজিরবিহীন দাঙ্গায় রক্তাক্ত দিল্লি, নিহতের সংখ্যা বেড়ে ৩৭

আহতের সংখ্যা ছাড়িয়েছে ২০০’রও বেশি

সংশোধিত নাগরিকত্ব আইনের (সিএএ) পক্ষে-বিপক্ষের সংঘর্ষের ঘটনা সাম্প্রদায়িক সহিংসতায় রূপ নেওয়ায় নজিরবিহীন দাঙ্গায় রক্তাক্ত ভারতের রাজধানী দিলিস্ন। এদিকে, দাঙ্গা রুখতে পুলিশ ও আধা-সামরিক বাহিনীর বিপুল সদস্য নগরীর সহিংসতাকবলিত এলাকাগুলোতে অবস্থান নিয়েছে। গত তিন দিনের দাঙ্গায় নিহতের সংখ্যা বেড়ে ৩৭ জনে দাঁড়িয়েছে, আহতের সংখ্যা ছাড়িয়েছে ২০০’রও বেশি; হতাহতদের মধ্যে হিন্দু-মুসলমান উভয়েই রয়েছে। আক্রান্তদের বিনা খরচে চিকিৎসার বন্দোবস্ত করার ঘোষণা দিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।

এদিকে, বিজেপি নেতাদের বিরুদ্ধে এফআইআর দায়ের করার মামলায় কেন্দ্র সরকারকে চার সপ্তাহ সময় দিয়েছে দিল্লি হাইকোর্ট। উস্কানিমূলক মন্তব্যের অভিযোগে বিজেপি নেতাদের বিরুদ্ধে এফআইআর দায়ের করতে এদিন বাড়তি সময় চায় কেন্দ্র। আদালতে শুনানিতে সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেন, এফআইআর দায়েরের সময় এখন নয়। যথাসময়ে এফআইআর দায়ের করা হবে। এজন্য আদালতে বাড়তি সময়ের আর্জি জানান সলিসিটর জেনারেল।

দিল্লিতে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার আর্জি জানিয়ে বৃহস্পতিবার রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের দ্বারস্থ হন সোনিয়া গান্ধী, মনমোহন সিংরা। রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ শেষে কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভাপতি সোনিয়া গান্ধী বলেন, ‘আমরা রাষ্ট্রপতিকে স্মারকলিপি দিয়েছি। কেন্দ্র ও দিল্লি সরকার নীরব দর্শকের মতো আচরণ করছে। রাষ্ট্রপতি আমাদের দাবি গুরুত্ব সহকারে দেখার আশ্বাস দিয়েছেন।’ এ প্রসঙ্গে সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং বলেন, ‘সহিংসতার ঘটনা জাতীয় লজ্জা।’ তিনি আরো বলেন, ‘গত চার দিন ধরে দিল্লিতে যা হচ্ছে, সে ব্যাপারে রাষ্ট্রপতিকে জানিয়েছি আমরা। খুবই উদ্বেগের বিষয়। কেন্দ্র সরকারের ব্যর্থতার প্রতিচ্ছবি ফুটে উঠেছে।’

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button